পঞ্চবটীতে ভোরের আলোয় পাখী রা গায় গান
রামকৃষ্ণ রামকৃষ্ণ রামকৃষ্ণ নাম
পাখী রা গায় গান
প্রভাত রবির কিরণে যেমন অন্ধকারের ক্ষয়
শ্রী রামকৃষ্ণ শরণে মননে প্রাণের মুক্তি হয়
প্রভাত রবির কিরণে যেমন অন্ধকারের ক্ষয়
শ্রী রামকৃষ্ণ শরণে-মননে প্রাণের মুক্তি হয়
অন্তর মন সে শুভ আলোকে করে আনন্দস্নান
রামকৃষ্ণ নাম
ওরে ও পথিক তীর্থযাত্রী কোথা খুঁজিস দেবতা রে
চোখ মেলে দেখ দক্ষিণেশ্বরে ভবতারিণীর দ্বারে
ওরে ও পথিক তীর্থ যাত্রী কোথা খুঁজিস দেবতা রে
চোখ মেলে দেখ দক্ষিণেশ্বরে ভবতারিণীর দ্বারে
সকাল সন্ধ্যা অলকানন্দা পান করনাম শুধা
হৃদয় বীণায় বাজুক সে নাম দূরে যাক তৃষা ক্ষুদা
জগতের গুরু তিনি কল্পতরু কাঙ্গালের ভগবান
রামকৃষ্ণ নাম
পঞ্চবটীতে ভোরের আলোয় পাখী রা গায় গান
রামকৃষ্ণ রামকৃষ্ণ রামকৃষ্ণ নাম
পাখী রা গায় গান
পঞ্চ বটীতে ভোরের আলোয় পাখীরা গায় গান
পঞ্চবটীতে ভোরের আলোয় পাখীরা গায় গান